মঙ্গলবার গভীর রাতে ফের উত্তপ্ত দিনহাটা,সিপিআইএম প্রার্থী ও তার কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ

মঙ্গলবার গভীর রাতে ফের উত্তপ্ত দিনহাটা,সিপিআইএম প্রার্থী ও তার কর্মী সমর্থকদের বাড়িতে তীর, বোমাবাজি ও কর্মীদের মারধরের অভিযোগ। ঘটনায় তীর বিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় মনোয়ার মিয়া নামে এক সিপিএম কর্মী দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। গভীর রাতে এই ঘটনাস্থলে যায় দিনহাটা থানার বিশাল পুলিশবাহিনী।

ঘটনার বিবরণে জানা যায়, দিনহাটা ১ নং ব্লকের বড় শৌলমারী অঞ্চলের ছিট মদনাকুড়ার ৬/২০৮ নম্বর বুথের সিপিআইএম প্রার্থী ফরিদা খাতুন বিবি ও তার কর্মী সমর্থকদের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতী বোমাবাজি, তীর ও কর্মীদের মারধর চালায়। ঘটনায় তীর বিদ্ধ হয় এক সিপিআইএম কর্মী।বোমার বিকট শব্দ শুনে গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
তীর বিদ্ধ সিপিআইএম কর্মী মনোয়ার মিয়ার ভাই মনিরুল মিয়া বলেন,মঙ্গলবার সন্ধ্যায় মিটিং মিছিল করার পরেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আমাদের হুমকি দেয়। গভীর রাত্রিবেলা এসে তৃণমূলের দুষ্কৃতীরা তীর, বোমাবাজি এবং আমাদের কর্মীদের মারধর করে। পরে গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করলে তৃণমূলের দুষ্কৃতীরা পালিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে এই বিষয়ে বুধবার সকাল আটটা নাগাদ বড়শৌলমারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু হোসেন ব্যাপারী বলেন, এটা একটা সাজানো নাটক এর সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নেই।