রাজ্যজুড়ে অশান্তির পরিস্থিতি নিয়ে কড়া নির্দেশে হাইকোর্টের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে অশান্তি। আর মনোনয়ন পর্বে তো রীতিমতো রণক্ষেত্রের রূপ নিয়েছিল বঙ্গ।

এবার পঞ্চায়েত ভোট নিয়ে কড়া পর্যবেক্ষণ আদালতের। ২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে ভোট’, রাজ্যকে ফের ধাক্কা দিয়ে নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশ, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত বাহিনী চাইতে হবে কমিশনকে।”

বিরোধী দলনেতা শুভেন্দুর করা মামলাতে কমিশনকে ফের ধাক্কা দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট। কার্যত ফের একবার আদালতে মুখ পুড়লো রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের। ভোটের আগে ১৫ দিনে ৮ মৃত্যু, তাও বাহিনীতে অনীহা কমিশনের! কেন এহেন আচরণ, এই নিয়ে প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশনার ও কমিশন।