বালুরঘাটে শিবরাত্রি উপলক্ষ্যে বুড়া কালীমাতা মন্দিরে চলছে শিব পূজার প্রস্তুতি

আজ বাদে আগামীকাল ২৬ শে ফেব্রুয়ারি বুধবার মহা শিবরাত্রি ব্রত উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও বালুরঘাট শহরের শতাধিক বর্ষ প্রাচীন বালুরঘাট শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দিরে শিব পূজার প্রস্তুতি চলছে জোর কদমে। আগামীকাল সকালেই শিব চতুর্দশী লাগছে তাই সকাল থেকেই ভক্তরা দলে দলে এসে শিবের মাথায় জল ঢালার পাশাপাশি পূজা ও ভোগ দেবে।

বালুরঘাট শ্রী শ্রী বুড়া কালীমাতা পূজা সমিতির পক্ষ থেকে প্রতিবছরের মতো এবছরও আগামীকাল সন্ধ্যায় ষোড়শোপচারে হোমযজ্ঞ ও ভোগ সহকারে পূজা হবে। পূজার শেষে বুড়া কালীমাতা পূজা সমিতির পক্ষ থেকে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে।

শিবরাত্রির ব্রত উপলক্ষ্যে আজকে থেকেই বালুরঘাটের বিভিন্ন বাজারে ভক্তদের শিবরাত্রির শিব পূজার ফুল, বেলপাতা, বেল, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল সহ পূজার অন্যান্য দ্রব্য কেনাকাটার ভিড় লক্ষ্য করা যাচ্ছে।