মুখ‍্যমন্ত্রীর নির্দেশে বিধান মার্কেটে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের হাতে চেক তুলে দেন মেয়র

শনিবার শহরের পুরাতন বাজার বিধান মার্কেট অগ্নিকাণ্ডের কবলে পরে।এই অগ্নিকাণ্ডের ফলে ২২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।পরের দিন শহরে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এসে ঘোষণা করেন সকল ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অর্থ সহযোগিতা করা হবে।সেই মতেই মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে চেক তুলেদেন মেয়র গৌতম দেব সহ পুর-কমিশনার সচিব মেয়র পারিষদ বোরো চেয়ারম্যান কাউন্সিলরেরা।

মোট ২২টি দোকান মালিকের মধ্যে ৯ জনকে ১ লক্ষ‍্য এবং বাকি ১৩ জনকে ৫০ হাজার টাকার চেক এই অনুষ্ঠানের মধ্যে তুলে দেওয়া হয়। চেক প্রদানের পর সকল আধিকারিক ও দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে মেয়র গৌতম দেব জানান, পুজোর মুখে এই আগুন একটি ঘটনা তাই সমবেদনা জানাবার পাশাপাশি পুরনিগম থেকে ইঞ্জিনিয়ারদের নিয়ে সব পর্যবেক্ষণ করে দোকান গুলো তৈরী করে দেওয়া হবে।এছাড়াও আর্থিক ভাবে দূর্বল ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সম্পূর্ণ ভাবে তৈরী করে দেবেন বলে জানান গৌতমবাবু।