সোমবার দক্ষিণ- পূর্ব রেলের টিকিয়াপাড়া স্টেশনের সামনে ট্রেন দেরিতে চলার অভিযোগে একাধিক যাত্রী রেল লাইনে নেমে বিক্ষোভ শুরু করে। যার ফলে ওই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ থাকে।যাত্রীদের অভিযোগ, টিকিয়াপাড়া স্টেশনে কাছে দীর্ঘদিন ধরে আমতা লোকালকে দাঁড় করিয়ে রাখা হয়, যার জেরে রোজই গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায় তাঁদের।
অভিযোগ, এদিনও একই ঘটনা ঘটলে, রেল লাইনে নেমে পড়েন যাত্রীরা। তারপরেই শুরু হয় বিক্ষোভ। শোনা গেছে, পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেলের প্রায় প্রতিটি শাখাতেই প্রতিদিন নিয়মিতভাবে ট্রেন দেরিতে চলার অভিযোগ করেন যাত্রীরা।
গত অগাস্ট মাসেও দক্ষিণ-পূর্ব শাখার রামরাজাতলা স্টেশনে রেললাইনে নেমে লোকাল ট্রেন দেরিতে চলার বিক্ষোভ করেন রেল যাত্রীরা। অভিযোগ ছিল, কখনও আধ ঘণ্টা, কখনও এক ঘণ্টা দেরিতে চলছে ট্রেন। এমনকী সেই বিষয়ে অভিযোগ জানালেও রেল কোনও ব্যবস্থা নেয়নি।