বর্ষ শেষের দিনে বৈকুণ্ঠ পূর জঙ্গলে শুরু পিকনিকের আয়োজন

রাত পোহালেই ২০২৫, ২৪ কে স্মরণীয় করে রাখতে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি পিকনিক যার মধ্যে অন্যতম। মঙ্গলবার শীতের মরশুমে বৈকুণ্ঠ পূর জঙ্গলে প্রথম দেখা মিললো সেই পিকনিক দলের।

বনভোজনে আসা দলের বিশ্বজিৎ সরকার বলেন, আমরা সবাই পরিবহন কর্মী, আমাদের মালিকের তিনটে বাস রয়েছে, প্রতিবছর এই ৩১ শে ডিসেম্বরে উনি এই জঙ্গলে থাকা মা ভামরি দেবীর মন্দিরে পুজো দেন এবং সকল কর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করে থাকেন, সেই মতোই আজকে আমরা পরিবার সহ এই আনন্দে সামিল হয়েছি।