ইন্টারন্যাশনাল ওমেন্স ডে-তে মহিলাদের আত্ম সুরক্ষার বিষয়ে তাদের সচেতন করল শিলিগুড়ির পুলিশ

মহিলাদের সুরক্ষার কথা সবসময় মাথায় রেখেছে শিলিগুড়ির পুলিশ। তাই মহিলারা কোনো রকম সমস্যার সম্মুখীন হলে তারা যেনো নিজেই নিজেদের সুরক্ষা করতে পারে সেই কারণে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিগত বছরের ডিসেম্বর মাসে মহিলাদের আত্ম রক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য এক প্রকল্পের সূচনা করা হয়, যার নাম দেওয়া হয় “বাঘিনী ১”।

যেখানে শিলিগুড়ি বিভিন্ন সংস্থা থেকে মোট ১০০ জন মহিলাদের আত্ম সুরক্ষা প্রশিক্ষণ ও মহিলাদের সুরক্ষার জন্য কি কি আইন রয়েছে সে সমস্ত বিষয়ে তাদের সচেতন করা হয়। সেই মত মঙ্গলবার ৮ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তে আবারো সূচনা করা হয় “বাঘিনী ২” এর যেখানে আবারো শিলিগুড়ির বিভিন্ন সংস্থা, বিদ্যালয় মিলিয়ে মোট ৫০টি জায়গা থেকে ১৬বছরের ঊর্ধ্বে ১০০জন মহিলাদের ৪দিনের এই প্রকল্পে আত্ম সুরক্ষা ও মহিলাদের সুরক্ষার জন্য কি কি আইন রয়েছে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।