কড়া নির্দেশে প্রেসিডেন্সির তরফে। প্রেম করতে গিয়ে ধরা পড়ে এবার গার্জেন কল হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের। ক্যাম্পাস চত্বরে প্রেম করতে গিয়ে ধরা পড়ায় বেশ কিছু পড়ুয়ার অভিভাবকদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে চিঠি দিয়ে তলব করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন অতি সক্রিয়তায় রীতিমতো ক্ষুব্ধ পড়ুয়াদের একাংশ।
এই বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেমে বাধা দেওয়া তাদের লক্ষ্য নয়। কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বর একটি পাবলিক প্লেস। এখানে পড়ুয়ারা ব্যক্তিগত বা ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে পারেন না। এই বিষয়ে পড়ুয়া ও তাদের অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত দু-তিন মাসে প্রায় ৭-৮ জন পড়ুয়াকে চিহ্নিত করা হয়েছে। একাধিক সিসিটিভি রয়েছে বিশ্ববিদ্যালয় চত্ত্বর জুড়ে। নিরাপত্তারক্ষীরা যদি সিসিটিভি ফুটেজে কোনও রকম ব্যক্তিগত বা অশালীন কিছু দেখতে পান তাহলে তারা সেইসব পড়ুয়াদের ধরে নিয়ে আসছেন। পড়ুয়াদের কাছ থেকে নাম, ঠিকানা ইত্যাদি জেনে চিঠি পাঠানো হচ্ছে তাদের অভিভাবকদের কাছে।