বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্যে। এরই মাঝে এবার রাজ্যে নিয়োগ নিয়ে বিরাট আপডেট।
উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন! রাজ্যের উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের এক মামলায় হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের নির্দেশ, যত শীঘ্র সম্ভব তালিকা এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসিকে।
আদালতের নির্দেশের পরই এবার ঘুম ভেঙেছে এসএসসির। হাই কোর্টের পর নির্দেশের পরেই মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তবে মেধা তালিকা প্রকাশ হলেও এখনই নিয়োগ করা যাবে না বলেও সাফ জানিয়েছে উচ্চ আদালত।