আগামী সময় আরো ভয়ঙ্কর হতে পারে ওমিক্রনের পরিবর্তিত রূপ

বিগত দুই বছরের বেশি সময় ধরে গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা সংক্রমণ। বিশ্বজুড়ে এখন ত্রাস সৃষ্টি করেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। দৈনিক আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। তবে বিজ্ঞানীদের অনেকেই মনে করেছেন যে এই ওমিক্রন ‘শেষের শুরু’ হতে পারে মহামারির জন্য। সংক্রমণ বাড়লেও মৃত্যু বাড়ছে না, আর এইভাবেই হয়তো মহামারি শেষ হবে। কিন্তু গবেষকদের একাংশ বলছে অন্য কিছু। আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে, ওমিক্রনের পরবর্তী রূপ আরও ভয়ঙ্কর হতে পারে। ভারতীয় বংশোদ্ভুত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী এই তথ্য দিয়েছেন।

ওই বিজ্ঞানী জানাচ্ছেন, ওমিক্রন ‘বির্বতনের ভুল’ হতে পারে। এখন এতে সংক্রমণ বেশি কিন্তু তীব্রতা কম হচ্ছে ঠিকই, কিন্তু আগামী দিনে যে পরিস্থিতি আরও জটিল হবে না তার কোনও নিশ্চয়তা নেই। বিবর্তনের এই ‘ভুল’ বারবার নাও হতে পারে বলে সতর্ক করা হচ্ছে। দাবি করা হচ্ছে যে, কোভিডের পরবর্তী রূপটি আরও ভয়ঙ্কর হতে পারে। তাই এখন থেকেই সকলকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কিছুকেই হালকা ভাবে নেওয়া চলবে না বলেই জানান হচ্ছে। ওই বিজ্ঞানী আরও দাবি করছেন, সময়ের সঙ্গে সঙ্গে ভাইরাস ক্রমশ দুর্বল হতে থাকে, কিন্তু ওমিক্রনের সঙ্গে যা ঘটছে তা স্বাভাবিক নয়। বিবর্তনের জন্য অনেকটা সময় দরকার, এক্ষেত্রে যা হয়নি। তাই অবশ্য ভাবে প্রস্তুত হয়ে নিতে হবে করোনার আগামী প্রজাতির জন্য।

আবার অন্য এক গবেষণায় জানা গিয়েছিল যে, ডেল্টার প্রজাতির বিরুদ্ধে প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয় ওমিক্রন সংক্রমণ! কেউ যদি ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর ডেল্টায় সংক্রমিত হয়ে পড়েন, তাহলে তার ভয়াবহতা অনেকটাই কমে যেতে পারে বলে দাবি। আফ্রিকা হেল্থ রিসার্চ ইনস্টিটিউটের তরফে গবেষণাটি চালানো হয়েছিল টিকা না নেওয়া এবং টিকা নেওয়ার পরেও যাঁরা ওমিক্রনে সংক্রমিত হয়েছেন তাঁদের উপর। সেই ভিত্তিতেই এমন দাবি করা হয়েছে।