অবস্থার অবনতি ঘটছে ঐন্দ্রিলার

সুস্থ হয়ে উঠেন যেন হলো না সুস্থ হওয়া, আবার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। নিজের দেওয়া কথা মতো মারন ক্যানসারকে হারিয়ে ফের অভিনয় জগতে ফিরেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু এবার আচমকাই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর৷ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন ‘ব়িয়্যাল ফাইটার’ ঐন্দ্রিলা শর্মা৷

ভালো নেই ঐন্দ্রিলা৷ রক্তচাপ ওঠানামা করছে প্রবল ভাবে। শরীরে সংক্রমণের জন্য কড়া কড়া ওষুধ দিচ্ছেন চিকিৎসকেরা। বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রাও। চিকিৎসায় মিলছে না সাড়া৷ চোখ খুলছেন না ঐন্দ্রিলা। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। এমনটাই হাসপাতাল সূত্রে জানা যায়। সঙ্কট কাটাতে শহরের এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকদের ডাকা হয়৷ হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর অবস্থার আরও অবনতি হয় ঐন্দ্রিলার।

চিকিৎসকরা জানাচ্ছেন, ‘গ্লাসগো কোমা স্কেল’-এ একজন সুস্থ মানুষের শরীরে এর গড় মাত্রা থাকার কথা ১৫-এর মধ্যে অন্তত ১৪। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার শরীরে সেই মাত্রা অনেকটাই কম। ১৫–র মধ্যে মাত্র ৩। গ্লাসগো কোমা স্কেল-এর সাহায্যে চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালনা, মৌখিক প্রতিক্রিয়ার ভিত্তিতে কোনও রোগীর মান নির্ধারিত হয়। ঐন্দ্রিলার সেই রিপোর্টও একেবারেই ভাল নয়।