এই অতিমারির সময় করোনার টিকা ও ওষুধের ঘাটতি ক্রমশই চোখে পড়ে, তাই এই ক্ষেত্রে এগিয়ে এল দেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারক সংস্থা মহারাষ্ট্রের ওকহার্ড। এই সংস্থার চেয়ারম্যান হাবিল খোরাকিওয়ালা জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে চুক্তি ঘোষণা করা হবে।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আগামী অক্টোবর থেকে টিকা উৎপাদনের পরিকল্পনা রয়েছে এবং তাদের সংস্থা বছরে ৫০ কোটি টিকা উৎপাদন করবে। টিকা উৎপাদন নিয়ে বিশ্বের বেশ কয়েকটি সংস্থার সঙ্গে প্রযুক্তি বিনিময়ের কথাবার্তা চালাচ্ছে তারা।
কোভ্যাকসিন, কোভিশিল্ড টিকা গোটা দেশে ব্যবহৃত হচ্ছে, ফলে পর্যাপ্ত পরিমাণে টিকা উৎপাদন না হওয়ায় সমস্যার মুখে পড়তে হচ্ছে রাজ্যগুলোকে। তাই টিকার যোগান বাড়াতেই ভারত বায়োটেকের পর দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে টিকা। অতি মারি কথা ভেবে এবার টিকা উৎপাদনে আগ্রহ প্রকাশ করল মহারাষ্ট্রের ওকহার্ড সংস্থা।