ফিরে এল Nykaa-র ওজি সিরিয়াল কিসার লিপ বাম

ফিরে এল Nykaa-র ওজি সিরিয়াল কিসার লিপ বাম। ওজি সিরিয়াল কিসার লিপ বামের পাঁচটি নতুন টিন্টেড ভেরিয়েন্ট লঞ্চ করেছে Nykaa। এই সিরিয়াল কিসার টিন্টেড লিপ বাম Nykaa.com এবং দেশ জুড়ে Nykaa স্টোরগুলিতে পাওয়া যাবে। যার দাম শুরু হয়েছে ১৭৯ টাকা ঠেকে।

Nykaa-এর এই নতুন সিরিয়াল কিসার টিন্টেড লিপ বামগুলি প্যারাবেন ফ্রি এবং ঋতুর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। যার মেকআপ প্লাস স্কিনকেয়ার হাইব্রিড হাইড্রেটিং রঙ   ঘন্টার পর ঘন্টা ঠোঁটে একটি গ্লসি তথা ভেজা ভাব বজায় রাখে। যাতে ঠোঁটে যে কোন সময়ে পাউটের জন্য প্রস্তুত থাকে। 

Nykaa ব্র্যান্ডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বিশাল গুপ্ত বলেন,  “আমাদের আগের লিপ বামগুলি প্রচুর সাফল্য পেয়েছে। এইবার এই টিন্টেড লিপ বামগুলির সাহায্যে আমরা মহিলাদের মেকআপ ছাড়ার প্রবণতাকে সাহায্য করতে চাই৷