ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে পালিত হয় নার্স দিবস

আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স  নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়৷ দিনটি বিশ্বজুড়ে নার্সদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি ও প্রশংসার  সুযোগ দেয়। এ বছরের নার্সিং দিবসের  থিম- “আমাদের নার্সরা আমাদের ভবিষ্যত”

যে কোনো স্বাস্থ্যসেবা ব্যবস্থার মেরুদণ্ড হল নার্স।  অত্যাবশ্যকীয় সেবা প্রদান এবং রোগীর যত্ন ও নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে মানবিককরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতে প্রতি ১, জনসংখ্যার জন্য১.৭ নার্স সহ,  ৩ জন নার্সের প্রয়োজন। যদিও তাও প্রস্তাবিত হারের তুলনায় কম। উল্লেখ্য,  দেশে ২০২৪ সালের মধ্যে WHO নিয়মগুলি পূরণের জন্য আরও ৪.৩ মিলিয়ন নার্সের প্রয়োজন৷   

এআই প্রযুক্তির আবির্ভাবের সাথে সাথে নার্সদের স্বাস্থ্য সেবার পরিসর যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি অপরদিকে বেশি সংখ্যক রোগীদের জীবন বাঁচানোও সম্ভব হচ্ছে। বলাবাহুল্য, এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নার্সরা রোগীর নিরাপত্তার জন্য ইতিবাচক ক্লিনিকাল রেজাল্টও দিতে পারবে।