ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে রাজ্য। বিগত বেশ কয়েকদিন ধরে করোনা সংক্রমণের দিক দিয়ে বেশ খানিকটা স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী। বিগত কয়েকদিনের মতো আজকেও পশ্চিমবঙ্গের করোনাভাইরাস সংক্রমণ কম রয়েছে। সংক্রমণের শীর্ষস্থানে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা থাকলেও তুলনামূলকভাবে আজ আক্রান্তের সংখ্যা কিছুটা কম। এতেই বড় রকমের স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী। যদিও ইতিমধ্যেই করোনাভাইরাস নতুন প্রজাতির খোঁজ মিলেছে একাধিক দেশে যা নিয়ে চিন্তা বাড়ছে।“
আজ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭১০, যার মধ্যে কলকাতায় আক্রান্ত ১৮৩ জন। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে আজ রয়েছে যুগ্ম দ্বিতীয় স্থানে। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৩ হাজার ৪৫১ জন। অন্যদিকে রাজ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে সুস্থের সংখ্যা ৭২১ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৯ জনের। সেই প্রেক্ষিতে এখন রাজ্যের মোট সুস্থের সংখ্যা হয়েছে ১৫ লক্ষ ৮৬ হাজার ১৬৫ জন। পাশাপাশি মৃত্যুর সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৩৯ জন।
প্রসঙ্গত, সম্প্রতি করোনাভাইরাসের একটি নতুন প্রজাতির সন্ধান মিলেছে দক্ষিণ আফ্রিকা এবং হংকংয়ে। সেই প্রজাতি নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এবং তাই দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানে সব রকম ভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে যে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তাতে লেখা রয়েছে যে, এই নতুন করোনা প্রজাতি বহুবার জিনের বিন্যাস বদলেছে তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে এই প্রজাতি সংক্রমণ ঘটেছে ব্যাপকভাবে। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এই নতুন প্রজাতির বৈজ্ঞানিক নাম বি.১.১৫২৯ এবং এটি কমপক্ষে ৩২ বার স্পাইক প্রোটিন বদলে এই রূপ নিয়েছে। এটিকে খুব বিরল বলেও অভিহিত করা হচ্ছে।