কর্মশক্তির দক্ষতা বৃদ্ধির জন্য NSDCI-পিয়ারসন পার্টনারশিপ

ভারতে কর্মশক্তির দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান পিয়ারসনের সাথে পার্টনারশিপ করল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্টারন্যাশনাল(NSDCI )। এই পার্টনারশিপের লক্ষ হল  বিজনেস টেকনোলজি অ্যান্ড এডুকেশন কাউন্সিল তথা BTEC-এর অন্তর্গত পিয়ারসনের বিশ্বব্যাপী সফল প্রোগ্রামগুলিকে প্রচার করা।      

এই পার্টনারশিপের উদ্দেশ্য হল ভারতের ৭০০-রও বেশি জেলায়  ১১,০০০ ট্রেনিং সেন্টার এবং প্রায় ১৩,০০০ স্কুল, ইউনির্ভাসিটি ও অ্যকাডেমিক ইনস্টিটিউট গুলিতে তাদের ইকো সিস্টেমের মাধ্যমে BTEC-র প্রোগ্রাম সম্পর্কে সচেতনতা তৈরি করবে NSDCI

NSDC-র স্ট্র্যাটেজি বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডঃ মনীশ মিশ্র বলেন, পিয়ারসনের সাথে পার্টনারশিপ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এবং বৃত্তিমূলক কোর্সে শিক্ষার সর্বোত্তম ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে সাহায্য করবে।