লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে অন্য সমস্ত জায়গার অশান্তি রীতিমতো ছাপিয়ে গিয়েছে ভাঙ্গড়। এই আবহে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধায়ক নওশাদ সিদ্দিকি।
অবশেষে তার আর্জি মঞ্জুর করল আদালত। ভাঙড়ের পরিস্থিতি ভাল না, সুরক্ষার স্বার্থে নওসাদকে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। সাফ নির্দেশ হাইকোর্টের। প্রসঙ্গত, ভাঙ্গড়ের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের কাছে জ়েড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। আজ হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি ওঠে।
মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্যের অনেক বিধায়কই আলাদা ভাবে নিরাপত্তা পেয়ে থাকেন। পঞ্চায়েত ভোটের আবহে ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত। তাই সেখানকার বিধায়ক হিসাবে নওশাদকে নিরাপত্তা দেওয়া জরুরি। আর কেন্দ্রীয় সরকারকেই তার নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে।