এবার সঞ্জয়ের বিরুদ্ধে বিরাট প্রমাণ হাতে এলো

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি কর চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের মামলায় ইতিমধ্যেই চার্জ গঠন হয়েছে। শিয়ালদহ আদালতে এই মামলার চার্জ গঠন হয়।

আদালত থেকে বেরনোর সময় ধর্ষণ খুনের ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায় আবার দাবি করেন, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে! এবার শোনা যাচ্ছে, এই সঞ্জয়ের বিরুদ্ধেই বড় প্রমাণ কাজে লাগাতে চলেছে সিবিআই! চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়।

শোনা যাচ্ছে, আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় ডিজিটাল এভিডেন্স হিসেবে ৫৪টি ফুটেজ কাজে লাগানো হতে পারে। সেখানে ঘটনার দিন ধৃত সঞ্জয়ের গতিবিধি, আরজি করের সেমিনার রুম, ক্রাইম সিন সংক্রান্ত ফুটেজ রয়েছে।