তার সাজসজ্জার জন্য এমনিতেই বিতর্কের শিরোনামে থাকেন অভিনেতা। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। এই মুহূর্তে বিতর্কের জের পৌছালো মামলা থেকে পুলিশের তলব অবধি সমন এলো বাড়িতে। এক বিখ্যাত ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট করে বড় বিতর্কে জড়িয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং।
এই মুহূর্তে তাঁকে নিয়ে কার্যত চর্চা হচ্ছে গোটা দেশে। এই পরিস্থিতিতে বিতর্ক যেন আরও বাড়তে থাকছে। এই ইস্যুতে মামলা দায়ের হয়েছে একাধিক জায়গায়। মুম্বই, কলকাতা সহ একাধিক শহরে অভিযোগ উঠেছে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল মুম্বই পুলিশ।
আগামী ২২ আগস্ট তাঁকে হাজিরা দিতে হবে থানায়। জানা গিয়েছে, চলতি মাসের ২২ তারিখ চেম্বুর পুলিশ থানায় হাজিরা দিতে হবে অভিনেতাকে। সম্প্রতি তাঁর বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছে মুম্বই পুলিশ। কলকাতা হাইকোর্টেও এই ফটোশ্যুট নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন।
দাবি ছিল, রণবীরের নগ্ন ছবি যাতে বাংলায় না ছড়াতে পারে তার প্রেক্ষিতে পদক্ষেপ নিতে হবে। এই মামলার শুনানি আগামী ১৯ সেপ্টেম্বর। তবে ইতিমধ্যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে নগ্ন ফটোশ্যুট মামলায় অভিনেতা রণবীর সিং এবং যে ম্যাগাজিনের হয়ে অভিনেতা ফটোশ্যুট করেছিলেন তাকে মামলায় অন্তর্ভুক্ত করতে। এতএব সব মিলিয়েই বড় চাপে পড়ে গেলেন অভিনেতা।
রণবীর-ভক্তরা এই রূপে প্রিয় অভিনেতাকে দেখে উচ্ছ্বসিত হলেও কার্যত দ্বিবিভক্ত সোশ্যাল মিডিয়া। এক দল তাঁর ‘সাহসী’ পদক্ষেপের প্রশংসা করলেও, অন্য দলের প্রশ্ন, ‘হঠাৎ কেন এমন করলেন রণবীর?’ অনেকেই বলছেন, হলিউড তারকা বার্ট রেনল্ডসের দ্বারা অনুপ্রাণিত তিনি৷