বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে ক্রমশ্যই উত্তাপ বাড়ছে রাজ্যে।
তৃণমূলের নেতা-মন্ত্রীদের পর এবার নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে বিজেপির দুই বিধায়ককে তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। কল্যাণী এইমস হাসপাতালের নিয়োগ দুর্নীতির অভিযোগে বহুদিন তদন্ত চালাচ্ছে সিআইডি। এর তদন্তেই চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে তলব করেছে সিআইডি।
প্রসঙ্গত, এই দুই বিজেপি বিধায়ককে এই একই মামলায় আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় সেভাবে কোনও নথি চাওয়া হয়নি। তবে এবার দুই গেরুয়া বিধায়ককে নথি সমেত দেখা করতে বলেছে সিআইডি। এই দুই গেরুয়া বিধায়কের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে।