এবার বন্দে ভারত চালু হবে বিহারে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতের আধুনিক রেল ব্যবস্থার অন্যতম একটি প্রতীক হল বন্দে ভারত। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে চলাচল শুরু করেছে বন্দে ভারত।

এবার বন্দে ভারত পেতে চলেছে বিহার। অবশ্য এতে লাভ রয়েছে বাংলারও। বিহার পেতে চলেছে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ও তিনটি বন্দে ভারত মেট্রো ট্রেন। বিহার যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে সেগুলি চলাচল করবে পাটনা থেকে মালদা ও গয়া থেকে হাওড়ার মধ্যে।

এছাড়াও তিনটি বন্দে ভারত মেট্রো পেতে চলেছে বিহার। বাংলার জামালপুর থেকে মালদা, ভাগলপুর থেকে হাওড়া, আর ভাগলপুর থেকে দেওঘরের জন্য তিনটি বন্দে ভারত মেট্রো বরাদ্দ হয়েছে। অন্যদিকে, জানা যাচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে বেনারস-আসানসোল বন্দে ভারত ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ৬ বার যাতায়াত করবে বিহারের পাটনা থেকে পশ্চিমবঙ্গের মালদা পর্যন্ত।