এলএলবি কোর্সে প্রবেশিকা নয়, জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়

প্রবেশিকা দিয়ে নয়, উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই ভর্তি করা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এলএলবি কোর্সে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। তবে, প্রবেশিকা না নেওয়া নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষও তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, এবারের উচ্চ মাধ্যমিক হোম সেন্টারে পরীক্ষা হওয়ায় মেধার প্রতি সর্বোচ্চ পর্যায়ের সুবিচার করা সম্ভব হয়নি। মেধা তালিকাতেও তা কিছুটা স্পষ্ট। তাই এক্ষেত্রে মেধার মূল্যায়নের জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া প্রয়োজন ছিল। ল’ বিভাগের এক অধ্যাপক বলেন, স্নাতকস্তরে কোনও বিষয়েই প্রবেশিকা হচ্ছে না।

তাই এক্ষেত্রে একটা সামঞ্জস্য রাখা হয়েছে। আইনশিক্ষায় প্রবেশিকা নেওয়া হলে তা হতো ব্যতিক্রম। এছাড়া, এই মুহূর্তে স্নাতকস্তরের পরীক্ষা চলছে। একই সঙ্গে পরীক্ষা এবং প্রবেশিকা আয়োজনের পরিকাঠামোও আমাদের হাতে নেই। ২০ আগস্ট থেকে এলএলবি কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। তা চলবে ৮ আগস্ট পর্যন্ত। ১২ আগস্ট মেধা তালিকা এবং ই-কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হবে।  কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল’ ক্যাম্পাস (হাজরা) সহ ১০টি অনুমোদিত কলেজে ১২০টি করে আসন রয়েছে। সুরেন্দ্রনাথ ল’ কলেজে ১৮০টি এবং এলজেডি ল’ কলেজে রয়েছে ২৪০টি আসন। এছাড়াও কলকাতা পুলিস ল’ ইনস্টিটিউটেও রয়েছে বেশ কিছু আসন।