মিললো না স্বস্তি, গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের কর্মসূচিতে পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর হয়। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম। এখনও পর্যন্ত তিনি জেলেই রয়েছেন এবং আগামী কয়েকদিনও থাকতে হচ্ছে। জামিনের আবেদন খারিজ করে তাঁকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারইপুর আদালত। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে নওশাদ ছাড়াও ছিলেন ১৯ জন। ধর্মতলায় অশান্তির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছিল। দলের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে অবস্থান-বিক্ষোভ শুরু করে আইএসএফ। তার কারণে ধর্মতলায় হইহই পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ধর্মতলায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে একজন নাবালক ছিল তবে তাকে জুভেনাইল কোর্টে হাজির করানো হলে সেই দিনই তার জামিন হয়ে যায়। বাকি ১৮ জনের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত ছিল। সেদিন এই মামলার শুনানিতে তাঁদের সকলের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। গোটা ইস্যুতে পুলিশের দাবি ছিল, ব্যস্ত এলাকায় অফিসের সময়ে অবস্থান তুলে নিতে বলায় তা মানা হয়নি। পরে পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।