কোনও দাদার জলের বোতল বয়ে পঞ্চায়েত ভোটে টিকিট মিলবে না কর্মীদের, হুঁশিয়ারি অভিষেকের

Abhishek Banerjee

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তাকিয়ে রয়েছে সারা দেশ। এই পরিস্থিতিতে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছবে তৃণমূল কংগ্রেস। একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকেই দাবি করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর ঘোষণা, লোকসভা ভোটে বাংলার বাইরেও একাধিক রাজ্যে লড়বে তৃণমূল।
এই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন অভিষেক। দল ভাঙানো নিয়ে মোদির দলকে কটাক্ষ করেন তিনি। ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় গেরুয়া শিবিরের চরম বিপর্যয়ের উল্লেখ করে তিনি বলেন, ‘ওরা দু’-চারটে চার আনার নকুলদানা ভাঙিয়ে নিয়ে গিয়ে ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবে! কিন্তু বাস্তব প্রমাণ করল অন্যকিছু। আরও বেশি (২১৪টি) আসনে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
দলকে বাংলায় আরও শক্তিশালী করার পাশাপাশি, জাতীয় স্তরে তার কী ভাবনাচিন্তা, তাও বৃহস্পতিবার তুলে ধরেন অভিষেক। বলেন, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস মেঘালয়, ত্রিপুরা, অসম ও গোয়ায় নিজের অস্তিত্ব প্রমাণ করেছে। আগামী লোকসভার ভোটে ওইসঙ্গে আরও কিছু রাজ্যে আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব। কারণ তিনি মনে করেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সকলেই তাকিয়ে আছে বাংলার ১০ কোটি মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।

পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট কারা পাবেন, তাও এদিন পরিষ্কার করে দেন অভিষেক। তাঁর ঘোষণা, ‘মানুষ যাকে চাইবে তাকেই টিকিট দেবে দল। যদি কেউ ভাবেন, কোনও দাদার জলের বোতল বয়ে পঞ্চায়েতের টিকিট পাবেন, তাহলে তাঁর ধারণা ভুল। যত বড় নেতার ছত্রছায়াতেই থাকুন না কেন, মানুষের কাজ না করলে টিকিট পাবেন না। মানুষের সার্টিফিকেট থাকলে তবেই পার্টির টিকিট মিলবে।’ দলীয় কর্মীদের এখন থেকেই বুথে বুথে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বর্ষীয়ান সাংসদ সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, বীরবাহা হাঁসদা ও শিউলি সাহাও শহিদ দিবসের মঞ্চ থেকে ভাষণ দেন।