বাড়ি থেকে বা রাস্তায় চলতে গিয়ে হারিয়ে গিয়েছিল মোবাইল, সেই মোবাইল ফিরে পেতে দ্বারস্থ হয়ে ছিল এনজিপি থানার পুলিশের কাছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া মোবাইল গুলি। তার পরেই শুরু হয় প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া প্রক্রিয়ার কাজ।
সেই মতো মোট ৫১টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিল এনজেপি থানার পুলিশ। শুক্রবার এসিপি সোমনাথ দাসের উপস্থিতিতে ওই মোবাইল গুলি তুলে দেওয়া হয় এদিন।এসিপি সোমনাথ দাস ছারাও মোবাইল গুলি তুলে প্রকৃত মালিকের হাতে তুলে দেন উপস্থিত থানার আইসি সোনম লামা, পিসি ওসি সমীক পাল,থানার সেকেন্ড অফিসার কল্যান সাহা।
অন্যদিকে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা। তারা পুলিশী ভুমিকার প্রশাংসাও করেন।