দক্ষিণ ২৪ পরগণায় প্রবেশ করল নিভা বুপা

কলকাতায় তার উপস্থিতি জোরদার করে আঞ্চলিক সম্প্রসারণের লক্ষে এবার দক্ষিণ ২৪ পরগণায় প্রবেশ করেছে নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্স।  নিভা বুপা হল ভারতের প্রধান স্বতন্ত্র হেলথ ইন্স্যুরেন্স সংস্থা। নিভা বুপার লক্ষ আগামী পাঁচ বছরে  দক্ষিণ ২৪ পরগণার প্রায় ৫,০০০ মানুষকে স্বাস্থ্য কভারেজের আওতায় আনা। নিভা বুপা  হেলথ ইন্স্যুরেন্সর মাধ্যমে গ্রাহকরা এই অঞ্চলের পাঁচটি কোনরকম নগদ টাকা ছাড়াই হাসপাতালে  ভর্তির সুবিধা পাবেন। উল্লেখ্য, দেশব্যাপী ৯,১০০টি হাসপাতালে নিভা বুপার  অ্যাক্সেস রয়েছে।  

নিভা বুপার লক্ষ হল ২০২৭ সালের মধ্যে প্রায় ১,১০০ এজেন্টকে অনবোর্ড করে মানুষের জন্য ব্যবসার সুযোগ খুলে দেওয়া। পর্যাপ্ত প্রশিক্ষণ কর্মসূচী প্রদানের মাধ্যমে শহরের বেকার যুবতি ও গৃহিণীদের বীমা এজেন্ট হতে উৎসাহিত করার মাধ্যমে তাদের  আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। চলতি বছরে নিভা বুপা জাতীয় পর্যায়ে ৪০টি শহরে তার উপস্থিতি প্রসারিত করছে৷ নিভা বুপার লক্ষ্য হল ২৩-২৪ অর্থবছরে প্রায় ৬০০টিরও বেশি শহরে তার ব্যবসা সম্প্রসারণ করা। 

নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্সের রিটেইল সেলস ডিরেক্টর অঙ্কুর খারবান্দা বলেন, পশ্চিমবঙ্গে আমরা আমাদের ব্যবসা সম্প্রসারণ করতে পেরে গর্বিত।