রেকর্ড গড়লেন নীতীশ কুমার। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করলেন বর্ষীয়ান রাজনীতিক। বুধবার দুপুর ২টোয় বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। পাটনায় রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহানের সামনে শপথবাক্য পাঠ করলেন নীতীশ কুমার। একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন লালু-পুত্র তেজস্বী যাদব।
১৩ বছর ঘর করার পর মঙ্গলবার অবলীলায় বিজেপি জোটের সংসার ছেড়ে বেরিয়ে গেলেন নীতীশ। গতকাল রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন। এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বার রাজভবনে গিয়ে নীতীশ-তেজস্বী ১৬৪ জন বিধায়কের সই করা সমর্থনপত্র জমা দেন।
সূত্রের খবর, এবার ক্যাবিনেটেও রয়েছে চমক। স্বরাষ্ট্র মন্ত্রক নিজের কাছেই রেখেছেন জেডিইউ প্রধান।বিজেপি-সঙ্গ ত্যাগ করে ফের আরজেডি, কংগ্রেস, বামেদের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে চলেছেন নীতীশ কুমার।