রাজনীতির মঞ্চে নতুন সমীকরণ, সম্প্রতি নতুন মুখ্যমন্ত্রী পেয়েছে বিহার। বিগত কয়েকদিন ধরেই ফের সংবাদের শিরোনামে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সৌজন্যে বিহারের রাজনীতির ভোলবদল।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই JDU সুপ্রিমো বিজেপির হাত ছেড়ে ফের লালুর দল RJD-এর সঙ্গে হাত মিলিয়েছেন। ফলে বিহারে গঠিত হয়েছে নতুন জোট সরকার এবং নতুন সরকারেরও মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশই শপথ নিয়েছেন।
এমতাবস্থায় জাতীয় রাজনীতিতে ফের কিছুটা সক্রিয় বিহারের অষ্টমবারের মুখ্যমন্ত্রী। এরমধ্যেই রবিবার সন্ধ্যায় পাটনায় নীতীশ কুমারের কনভয়ের উপর হামলা চালাল উন্মত্ত জনতা। জানা যাচ্ছে পাটনার কাছে তাঁর কনভয়কে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে।
যদিও সেই কনভয়ে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন না। ফলে বরাত জোরে বেঁচে গিয়েছেন তিনি। কিন্তু জনতার ছোড়া পাথরে কনভয়ের একটি গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে বলে খবর। তবে ঠিক কি কারণে এই হামলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাটনার কাছেই একটি জনবহুল রাস্তা দিয়ে যখন বিহারের মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ মারমুখী হয়ে ওঠে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা জনতা। মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে দেদার ইট পাটকেল লাঠি ছোঁড়া হয়।
এমনকি কনভয় লক্ষ্য করে স্থানীয় মহিলারা বিক্ষোভ পর্যন্ত দেখান। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে কি কারণে মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখানো হচ্ছিল তা ওই ভিডিওতে স্পষ্ট ভাবে বোঝা যায়নি।
এই হামলা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সম্প্রতি পাটনার নিকটবর্তী এলাকা থেকে এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এই প্রসঙ্গে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে তেমন কোনও বার্তা দেওয়া হয়নি। ফলে বেড়েছে জনরোষ। আর সেই রোষ থেকেই মুখ্যমন্ত্রীর কনভয়ের উপর হামলা চালানো হয়েছে। যদিও এই ঘটনা কতটা সত্যি তা নিয়েও উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই একের পর এক হামলা হচ্ছে নীতীশ কুমারের উপর। চলতি বছরের এপ্রিল মাসেই নীতীশ কুমারের একটি সভায় বিস্ফোরণ ঘটে। নালন্দার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনই আচমকা মঞ্চের একেবারে কাছে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
এই হামলাতেও অল্পের জন্য রক্ষা পান মুখ্যমন্ত্রী। অন্যদিকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা সন্দেহে একজনকে গ্রেফতারও করে পুলিশ। সেই সময়ও মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছিল সর্বত্র। তার রেশ কাটতে না কাটতেই ফের হামলা হল বিহারের মুখ্যমন্ত্রীর ওপর।