নিসান ইন্ডিয়া নিয়ে এলো ‘নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যান’। এর মাধ্যমে নতুন নিসান ম্যাগনাইট, নিসান কিকস বা ডাটসুন রেডি-গো ক্রয় করা সহজতর হবে।
‘ওরিক্স’-এর সঙ্গে যুক্ত হয়ে নিসান এই অভিনব সাবস্ক্রিপশন প্ল্যান এনেছে। এতে কোনও ‘হিডন কস্ট’ নেই। গ্রাহককে শুধু সাবস্ক্রিপশন প্ল্যানের গোড়ায় সামান্য ফেরৎযোগ্য সিকিউরিটি ডিপোজিট দিতে হবে এবং তারপর একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক ফী দিতে হবে, যার মেয়াদ পূর্বেই স্থির করে নেওয়া যাবে।
নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যানে রয়েছে জিরো ডাউন পেমেন্ট, জিরো সার্ভিস কস্ট, জিরো ইন্স্যুরেন্স কস্ট। এর আওতায় থাকছে ভেহিকেল ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন ফী, রোড ট্যাক্স, আরটিও এক্সপেন্স ও সকল মেইনটেন্যান্স কস্ট (শিডিউল্ড ও আনশিডিউল্ড রিপেয়ার, টায়ার ও ব্যাটারি রিপ্লেসমেন্ট, ২৪ ঘন্টা রোডসাইড অ্যাসিস্ট্যান্স ও পেপারওয়ার্কের ব্যয়-সহ)। প্রথম পর্যায়ে ‘নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রপশন প্ল্যান’ চালু হচ্ছে দিল্লি এনসিআর, হায়দ্রাবাদ ও চেন্নাইয়ে। একইসঙ্গে নিসান চালু করছে ‘শপ@হোম’ এন্ড-টু-এন্ড ডিজিটাল প্লাটফর্ম। এর দ্বারা গ্রাহকরা পাবেন ‘কমপ্লিটলি কন্ট্যাক্টলেস কার বায়িং এক্সপিরিয়েন্স’।