নিসান ইন্ডিয়ার ব্যবসা বৃদ্ধি ২৫৪ শতাংশ।

নিসান ম্যাগনাইটের সফল লঞ্চের ফলে নিসান ইন্ডিয়া অক্টোবরে ৩০০৪ ইউনিট রপ্তানি করেছে। উল্লেখ্য, চলতি বছরের শুধুমাত্র অক্টোবরেই দেশীয় বাজারে নিসান ইন্ডিয়া ৩৯১৩টি গাড়ির হোলসেলে বিক্রির গৌরব অর্জন করেছে। যার ফলে অক্টোবর মাসে দেশীয় বাজারে নিসান ইন্ডিয়ার ব্যবসা ২৫৪ শতাংশ বেড়েছে। 

গাড়ির বিক্রী বাড়াতে অক্টোবরের শুরুতে নিসান ইন্ডিয়ার পক্ষ থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম Shop@home-এর অংশ হিসেবে নিসান ম্যাগনাইটের গ্রাহকদের জন্য প্রথম-ইন-ইন্ডাস্ট্রি উদ্ভাবনী ভার্চুয়াল সেলস অ্যাডভাইজার চালু করেছে। যা গাড়ি সম্পর্কিত যাবতীয় তথ্য এমনকি ভার্চুয়াল টেস্ট ড্রাইভের পাশাপাশি অনলাইনে বুকিং-এর সুবিধাও দিয়েছে গ্রাহকদের। এছাড়াও দিল্লি এনসিআর, হায়দ্রাবাদ এবং চেন্নাই-এর গ্রাহকদের জন্য নিসান ইন্ডিয়া, জিরো ডাউন পেমেন্ট, জিরো ইন্স্যুরেন্স কস্ট, জিরো মেইনটেন্যান্স কস্ট সহ একটি সাবস্ক্রিপশন প্ল্যানও অফার করেছে।

নিসান মোটর ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, কোভিড মহামারীর চ্যালেঞ্জ সত্বেও বুকিং প্রসিডিওর  ও সাপ্লাই চেইনের সমর্থনে যে ভাবে গাড়ি বিক্রি করা হয়েছে আশা করব আগামী মাসগুলিতেও গাড়ি বিক্রির এই গতি বজায় থাকবে।