নিসান ইন্ডিয়ার হোলসেল ওয়াইটিডি বৃদ্ধি ২২%

২০২২ সালের নভেম্বরে ৬৭৪৬ ইউনিট গাড়ির হোলসেল বিক্রি করে নিসান ইন্ডিয়া। যার মধ্যে ডোমেস্টিক হোলসেল রয়েছে ২৪০০ইউনিট এবং এক্সপোর্ট হোলসেল রয়েছে  ৬৭৪৬ ইউনিট। ফলে একই সময়ের তুলনায় নিসান ইন্ডিয়ার ক্রমবর্ধমান হোলসেল ওয়াইটিডি ২২% বৃদ্ধি পেয়েছে। 

নিসান ম্যাগনাইটের সাফল্যেই নিসান ইন্ডিয়ার দৃঢ় বিক্রয় ক্ষমতার মানদণ্ড সকলের সামনে তুলে ধরেছে। বলাবাহুল্য, বি-এসইউভি সেগমেন্টে গাড়ি এক লাখেরও বেশি বুকিং পেয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে লঞ্চ করা নিসান ম্যাগনাইট বর্তমানে ৫.৯৭ লাখ টাকার প্রারম্ভিক এক্স-শোরুম মূল্যে উপলব্ধ। জাপানে ডিজাইন করা এবং ভারতে তৈরি নিসান ইন্ডিয়া তার ‘মেক-ইন-ইন্ডিয়া’-এর ম্যানুফ্যাকচারিং দর্শনকে গ্রাহকদের সামনে তুলে ধরে। এরপর চলতি বছরের জুলাই মাসে নিসান তার ম্যাগনাইট রেড এডিশনও লঞ্চ করেছে। যার দাম ৭.৮৬ লক্ষ টাকা। উল্লেখ্য, বর্তমানে নিসান ম্যাগনাইট ১৫ টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। সম্প্রতি নেপাল, ভুটান এবং বাংলাদেশেও নিসান তার ম্যাগনাইট রেঞ্জ লঞ্চ করেছে। 

নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন,  উৎসবের মরসুমের পর নভেম্বর পর্যন্ত বুকিং অব্যাহত রয়েছে।  যা নিসানের অর্থনৈতিক উন্নয়নের সূচক।