হরিয়ানা ও তেলেঙ্গানায় নেটওয়ার্ক সম্প্রসারণ করল নিসান

উত্তর ও দক্ষিণ ভারতে নেট ওয়ার্ক সম্প্রসারণে জন্য হরিয়ানার কর্নাল ও তেলেঙ্গানার খাম্মামে নতুন শোরুম ও সার্ভিস ওয়ার্কশপ চালু করল নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড / NMIPL। উল্লখ্য, এই নেটওয়ার্কে বিস্তারের ফলে দেশব্যাপী নিসানের গ্রাহক টাচ পয়েন্টের সংখ্যা দাঁড়ালো ২৬৭। এর মধ্যে হরিয়ানায় ১৪টি এবং তেলেঙ্গানায় ৯টি গ্রাহক টাচপয়েন্ট রয়েছে৷

ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা মেটাতে ২০২২-২৩ অর্থবছরে নিসান মোটর উত্তর ও দক্ষিণ ভারতে ১৪টি শোরুম, ৫টি সার্ভিস ওয়ার্কশপ সহ ১৯টি নতুন টাচপয়েন্টের সঙ্গে যুক্ত হয়েছে। এই শহরগুলি হল-  জয়পুর, কর্নাল, ইরোড, চেন্নাই, হোসপেট, রেওয়ারি, ভিওয়ানি খাম্মাম প্রভৃতি। 

১১৯/৪ কিমি স্টোন জিটি রোডে ১৯,০০০ বর্গ-ফুট এলাকা জুড়ে বৃস্তিত কর্নালে নিসানের এই নতুন শোরুমি  ওয়ার্কশপ সহ একটি বিশাল ডিসপ্লে সেন্টার। অন্যদিকে খাম্মামের ওয়াইরা রোডে রোটারি নগরে ৬,০০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত নিসানের নতুন শোরুম ও ওয়ার্কশপটি দক্ষিণের গ্রাহকদের একটি বিশেষ অভিজ্ঞতা প্রদান করবে।