চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভকারী আইনজীবীদের সাসপেন্ডের সুপারিশ। ন’জন আইনজীবীর নামে সাসপেনশনের সুপারিশ করেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।
কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় অভব্যতার অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখেছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’। এই ঘটনার সত্যতা খতিয়ে দেখতেই কাউন্সিলের তরফে ৩ সদস্যের প্রতিনিধিদল পাঠানো হয়েছিল হাই কোর্টে। পাশাপাশি ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন বার কাউন্সিলের প্রতিনিধিরা।
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধে সোমবার৷ আইনজীবীদের মধ্যে সংঘাত গড়ায় হাতাহাতিতে। কলকাতা হাই কোর্টের ১৩ নম্বর এজলাস বন্ধের প্রতিবাদে সরব হন আইনজীবীদের একাংশ। বচসা থেকে শুরু হয় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি। তৃণমূলের মহিলা আইনজীবীদের একাংশ এজলাসের গেট বন্ধ করে দেন বলে অভিযোগ। এই ঘটনায় ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ পাঠায় ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া৷ তিন দিন আগে কলকাতা হাইকোর্ট ঘুরে এসে রিপোর্ট জমা দেয় তিন সদস্যের কমিটি। তাঁরাই সবটা খতিয়ে দেশে নয় আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ করলেন৷