প্রগতিশীল ভারতের সূচনায় এনআইআইটি- ডিবিএফ মউ স্বাক্ষর

ডালমিয়া ভারত ফাউন্ডেশন( ডিবিএফ) কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ মিশনের অন্তর্গত স্বনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই মিশনের অঙ্গ হিসেবে ডিবিএফ, এনআইআইটি ফাউন্ডেশনের সাথে অত্যাধুনিক, সম্প্রদায়-কেন্দ্রিক দক্ষতা-নির্মাণ এবং শিক্ষামূলক প্রশিক্ষণ কোর্স বিকাশের জন্য মউ( এমওইউ) স্বাক্ষর করেছে। আসামের লঙ্কা সহ ভারতের ১৬টি দিক্ষা (ডালমিয়া ইনস্টিটিউট অফ নলেজ অ্যান্ড স্কিল হার্নেসিং) কেন্দ্রের মাধ্যমে প্রায় ৮,০০০  সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন। উল্লেখ্য, এটি হল সুবিধাবঞ্চিত যুবকদের জন্য অত্যাধুনিক পেশাদার শিক্ষামূলক প্রশিক্ষণ কোর্স।

এই  প্রশিক্ষণ কোর্সে আর্থিক সাক্ষরতা, সাইবার সিকিউরিটি এসেনশিয়াল এবং প্রফেশনাল এজ এর সার্টিফিকেট কোর্স অন্তর্ভুক্ত থাকবে। এই মউ স্বাক্ষরের লক্ষ্য হল ডিবিএফ এবং এনআইআইটি ফাউন্ডেশনের মানসম্পন্ন শিক্ষামূলক প্রক্রিয়ার সহযোগিতায়  একটি নতুন প্রগতিশীল ভারতের সূচনা করা। যাতে সমাজের সুবিধাবঞ্চিত অংশের শিশু এবং যুবকদের কাজে লাগানো যায়। এনআইআইটি ফাউন্ডেশন প্রয়োজনীয় বিষয়বস্তু তথা প্রশিক্ষকদের প্রশিক্ষণ, মূল্যায়ন এবং সার্টিফিকেশন এবং প্লেসমেন্ট সহায়তা প্রদান করবে। ডিবিএফকে কেন্দ্রের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

ডালমিয়া ভারত লিমিটেডের এগজিকিউটিভ ডিরেক্টর ডাঃ অরবিন্দ বোধনকার বলেন,  আমরা আমাদের দেশের সামাজিক রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।