রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে নতুন রংয়ের বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই অবশ্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের টুইটার হ্যান্ডেলে নতুন বন্দে ভারতের অনেক ছবি শেয়ার করেছেন।
জানা গিয়েছে, দুর্গাপুজোর আগেই নতুন রুটে ছুটবে গেরুয়া রংয়ের বন্দে ভারত। হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা জানিয়েছেন রাঁচির সাংসদ সঞ্জয় শেঠ। রাঁচির সাংসদের পক্ষ থেকে বলা হয় যে, ঝাড়খণ্ড শীঘ্রই রাঁচি এবং হাওড়া স্টেশনগুলিকে সংযুক্ত করার জন্য আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পাবে।
সপ্তাহে ছয়দিন ভোর ৫টা ২০ মিনিটে রাঁচি থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়ায় ট্রেনটি ঢুকবে সকাল ১১ টা ৫৫ মিনিটে। আবার ফিরতি পথে দুপুর ৩ টে ৩০ মিনিটে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে। রাঁচিতে পৌঁছাবে রাত ১০ টা ১০ মিনিটে।