শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের ছোট ও প্রান্তিক চাষীদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল কৃষি বিপণন দপ্তর। সম্প্রতি জানানো হয়েছে রাজ্যের হিমঘর গুলিতে এবার থেকে অন্তত ৩০ শতাংশ জায়গায় ছোট ও প্রান্তিক চাষীদের উৎপাদিত আলু রাখতে হবে।
এই ব্যবস্থার মাধ্যমে একজন চাষী সর্বাধিক ৩৫ কুইন্টাল অর্থাৎ ৭০ বস্তা আলু রাখতে পারবেন। পুরো ব্যবস্থা দেখশোনার দায়িত্ব রয়েছে জেলাশাসকদের ওপর। প্রথমবার রাজ্যের আলু চাষীদের জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রসঙ্গত অধিক ফলন হলে ব্যবসায়ী ও ফড়েরা চাষীদের কাছ থেকে কম দামে প্রচুর পরিমাণে আলু কিনে নিয়ে তা হিমঘরে মজুত করে রাখে।
পরে সেই আলু বেশি দামে বাজারে বিক্রি করে অতিরিক্ত মুনাফা অর্জন করাই লক্ষ্য তাদের। যার ফলে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হন চাষীরা। এবার এই ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ আনতেই উদ্যোগী রাজ্য সরকার। এবার সারা রাজ্যে সবমিলিয়ে ৮২ লক্ষ ৩৭ হাজার টন আলু রাখা সম্ভব হবে।