কৃষ্ণাইতে রিলায়েন্স ট্রেন্ডসের নতুন স্টোর

ভারতের বৃহত্তম ক্রমবর্ধমান রিটেইল চেইন রিলায়েন্স ট্রেন্ডস অসমের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইতে তার নতুন স্টোর লঞ্চ করল।  ট্রেন্ডস প্রকৃতপক্ষে ভারতীয় ফ্যাশনকে একটি বিশেষ জায়গায় পৌঁছে দিয়ছে।  যেখানে গ্রাহকরা তাঁদের বাজেট অনুযায়ী ট্রেন্ডি ও ফ্যাশানেবেল পোশাক কিনতে পারবেন।

 বড় শহর থেকে শুরু করে ছোট ও মফস্বল শহরেও ট্রেন্ডস আজ  ভারতের প্রিয় ফ্যাশন সেন্টারে পরিণত হয়েছে।৪,৪৫২ বর্গফুট এলাকা জুড়ে বৃস্তিত এই নতুন স্টোরটি কৃষ্ণাইতে ট্রেন্ডসের প্রথম স্টোর। উৎসবের মরসুমের কথা মাথায় রেখে ট্রেন্ডস কৃষ্ণাই-এর গ্রাহকদের জন্য  একটি বিশেষ  উদ্বোধনী অফার নিয়ে এসেছে।

এই বিশেষ অফারটি হল ৩,৪৯৯ টাকার কেনাকাটায় গ্রাহকরা ১৯৯ টাকার আকর্ষণীয় উপহার পাবেন।  শুধু তাই নয় এছাড়াও গ্রাহকরা ২,৯৯৯ টাকার কেনাকাটায় একেবারে বিনামূল্যে ৩,০০০ টাকার একটি কুপন পাবেন।