চলতে থাকা দুর্নীতি রুখতে রাজ্যের তরফে নেওয়া হল নয়া পদক্ষেপ। এই অভিযোগ এর আগেও উঠেছে, রাজ্যে রেশনে দুর্নীতি নিয়ে একাধিকার অভিযোগ উঠেছে। এবার পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর রেশনে কারচুপি বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিল। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই বৈদুতিন ওজন মাপার যন্ত্র বা ইলেকট্রিক্যাল ওয়েট মেশিন বসানোর কাজ শুরু হবে প্রায় ২১ হাজার রেশন দোকানে।
খাদ্য দপ্তর জানিয়েছে এই প্রক্রিয়া আগামী কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। সূত্রের খবর, রেশন দোকানে থাকা ই পস যন্ত্রের সাথে যুক্ত হবে বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্র। একজন উপভোক্তা কত পরিমান খাদ্যশস্য নিচ্ছেন কিংবা রেশন দোকানের পক্ষ থেকে কতটা পরিমাণ খাদ্যদ্রব্য উপভোক্তাকে দেওয়া হচ্ছে সেই সব তথ্য খাদ্য দপ্তর এর সার্ভারে পৌঁছাবে এই ই পস যন্ত্রের সাহায্যে।
এর ফলে দফতরের পক্ষ থেকে কেন্দ্রীয় ভাবে নজরদারি চালানো সুবিধা হবে। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যেই রাজ্যজুড়ে শুরু সিদ্ধান্ত নেওয়া হয় ২১ হাজার দোকানে বসানো হবে ইলেকট্রিক ওয়েট মেশিন।