নয়া পদক্ষেপ শিক্ষা দফতরের

Estimated read time 1 min read

পরীক্ষার্থীদের জীবনের সবচেয়ে বড় প্রথম দুটি ধাপ হলো মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। সেই তাতেই অসংখ্য ভুল, অনেক সময় এই পরীক্ষাগুলির রেজাল্ট দেখে পরীক্ষার্থীরা সন্তুষ্ট হতে পারেন না। যে কারণে অনেকে আবার রিভিউ বা স্ক্রুটিনিতে দেন। দেখা যায়, বহু পড়ুয়ার প্রাপ্ত নম্বর বেড়ে গিয়েছে।

তাই এবার এই নিয়ে বড় সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকে বাড়তি ফি-র পরিবর্তে তৎকাল পিপিআর ও পিপিএস চালুকরা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের ২৫-৩০ নম্বর করে বৃদ্ধি পেয়েছে। ফলে এই মূল্যায়ন পদ্ধতি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

এই প্রসঙ্গে স্কুলশিক্ষা দফতর সূত্রে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদের বেশ কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘আমরা ভুল সংশোধনের জন্য অঞ্চলভিত্তিক প্রধান পরীক্ষকদের সঙ্গে শীঘ্রই বৈঠক করব। কেন এত ভুল হচ্ছে? তাঁদের থেকে সেই উত্তর চাওয়া হবে’।

You May Also Like

More From Author