নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি শিবির। তবে ১০% ভোট বেড়েছে তাদের। অন্যদিকে নিজের গড়ে দলের দাপট বজায় রাখতে অনেকাংশেই সফল হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বর্তমানে পাখির চোখ ২৪ লোকসভা নির্বাচন। এবার দাবি, লোকসভা ভোটের আগেই শুভেন্দু অধিকারীকে এবার রাজ্য বিজেপির সভাপতি পদে বসাতে পারেন জেপি নাড্ডারা। পাশাপাশি বিরোধী দলনেতার পদ তো রয়েছেই।
গতবার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করায় তাকে বিরোধী দলনেতা পদে বসানো হয়। অন্য সকল রাজ্যে দলের বিরোধী দলনেতা থেকে রাজ্য সভাপতির পদকে বেশি গুরুত্ব দেওয়া হলেও অনেকের মতে বাংলায় শুভেন্দুর নামেই বিজেপির সংগঠন আরও চাঙ্গা হয়ে উঠছে।