রাজ্য জুড়ে নয়া জল্পনা, তবে কি পদত্যাগ করতে চলেছেন রাজীব

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলায় রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

এদিন পর্যবেক্ষণে রাজীবের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘যদি চাপ সামলাতে না পারেন তাহলে ছেড়ে দিন। রাজ্যপাল বিকল্প নির্বাচন কমিশনার নিয়োগ করে নেবেন।’ এরপরই আজ পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। জানা যাচ্ছে, যদি তিনি এমনই কোনও সিদ্ধান্ত নেন তাহলে পরের নির্বাচন কমিশনার হতে পারেন অজিত বর্ধন।

রাজীব কুমারকে নির্বাচন কমিশনার নিয়োগ করার বিষয়ে প্রথমে নিমরাজি ছিল রাজভবন। নবান্ন প্রাক্তন মুখ্য সচিবের নাম পাঠালেও রাজ্যপাল আরও কিছু নাম চেয়েছিলেন। পরে অবশ্য রাজীব সিনহার নামেই সিলমোহর দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও রাজ্য নির্বাচন কমিশন তার যথাযথ দায়িত্ব পালন করছে না। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও প্রভুত্ব আদৌ রয়েছে কিনা সেই প্রশ্ন বার বার তুলেছেন প্রধান বিচারপতি।