নির্বাচন কমিশনের তরফে ঘোষিত হলো নয়া নিয়ম

Estimated read time 0 min read

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে আজ ১ জুন সপ্তম ও শেষ দফার লোকসভা নির্বাচন। ৪ জুন ভোটগণনা। তার আগে ভোটগণনার কাজে ‘কাউন্টিং এজেন্ট’ হিসাবে কোনও শিক্ষককে নিয়োগ করা যাবে না বলে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।

কমিশন জানিয়েছে, রাজ্যের কোনও সরকারি এবং সরকারপোষিত স্কুলে কর্মরত স্থায়ী বা অস্থায়ী শিক্ষকদের ভোটগণনার সময়ে ‘কাউন্টিং এজেন্ট’ হিসাবে নিয়োগ করা যাবে না। এবার ভোটগণনার কাজে শিক্ষকদের নিয়োগে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।

ভোটগণনার কাজে বিভিন্ন দলের প্রার্থীদের কাউন্টিং এজেন্ট হিসাবে শিক্ষকদের নিয়োগ করা হয়ে থাকে। তবে এবার তা করা যাবে না। নিয়ম অনুযায়ী, শিক্ষক সহ কোনও সরকারি কর্মচারীকেই ‘কাউন্টিং এজেন্ট’ হিসাবে নিয়োগ করা যায় না। তার পর নিয়মিত অমান্য করে কোথাও কোথাও শিক্ষকদের এই কাজে নিয়োগ করা হত বলে অভিযোগ।

You May Also Like

More From Author