কেন্দ্র সরকারের তরফে চালু হতে চলেছে নতুন নিয়ম

কেন্দ্র সরকারের তরফে বেশ কিছু জায়গায় পরিবর্তিত হতে চলেছে নিয়ম, বদল আনতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা মন্ত্রক জানিয়েছে, এবার থেকে বছরের দুবার পরীক্ষা নেওয়া হবে আইএসসি, সিবিএসই-তে। জানা যাচ্ছে, নয়া পাঠ্যক্রম তৈরি হচ্ছে ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে।

নতুন নির্দেশিকায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, এবার থেকে বছরে দুবার করে পরীক্ষা দিতে হবে আইএসসি, সিবিএসই-এর পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীরা দুটি পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় বেশি নম্বর পাবেন সেই পরীক্ষার নম্বর অনুযায়ী তৈরি হবে শংসাপত্র। জানানো হয়েছে এই সংক্রান্ত নির্দেশিকা কার্যকর হবে ২০২৪ সাল থেকেই।

নতুন পাঠ্যপুস্তকও চালু হবে আগামী বছর থেকে। পরিবর্তন আনার মূল উদ্দেশ্যই ছিল পড়ুয়াদের মধ্যে মুখস্থ নির্ভরতা কমিয়ে, পরীক্ষার সাহায্যে উপলব্ধি ও দক্ষতা অর্জন বৃদ্ধি করা। সেই লক্ষ্যেই বিষয় বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে বিজ্ঞান ও কলা বিভাগের পড়ুয়াদের।