কাজল ঘোষের উদ্যোগে নতুন সড়ক!

শিলিগুড়ি মহাকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মিলন পল্লী এলাকায় প্রায় ৮০০ মিটার ঢালাই পথের কাজের শুভ সুচনা হলো আজ। ঐ এলাকার এই ৮০০ মিটার রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল দীর্ঘদিন যাবত, দু-দুবার শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে পিচের রাস্তা বানিয়েও কোন লাভ হয়নি।

রাস্তাটিতে বর্ষার সময় জল জমে থাকায় দ্রুত রাস্তাটি ক্ষতিগ্রস্থ হয়। অবশেষে এবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এবং তৃণমূল কংগ্রেস নেতা কাজল ঘোষ এর উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি পাকা ঢালাই করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

আজ শুরু হল রাস্তাটির ঢালাইয়ের কাজ। নব পথের কাজের শুভ সুচনা করেন তৃণমূল নেতা তথা এসজেডিএ সদস্য কাজল ঘোষ।