টয়োটা কির্লোস্কর মোটরের নতুন রিজিয়োনাল স্টকইয়ার্ড

হরিয়ানার ফারুকনগরে টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) তাদের উত্তরভারতের প্রথম রিজিয়োনাল স্টকইয়ার্ড উদ্বোধন করল। নতুন স্টকইয়ার্ডটি টিকেএম-এর দ্বিতীয় রিজিয়োনাল স্টকইয়ার্ড। ২০২০ সালে গুয়াহাটিতে টিকেএম-এর প্রথম রিজিয়োনাল স্টকইয়ার্ড চালু করা হয়েছিল।

ফারুকনগরে স্টকইয়ার্ড খোলার ফলে পাঞ্জাব, হরিয়াণা, রাজস্থান, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল এবং জম্মু ও কাশ্মীরের ডিলারদের ‘ডেলিভারি টাইম’ বর্তমানের ৬-৮ দিনের স্থলে দুইদিন হয়ে যাবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলের গ্রাহকদেরও বেশ সুবিধা হবে, কারণ তারা আরও দ্রুত তাদের পছন্দের টয়োটা গাড়ি ডেলিভারি নিতে পারবেন।

উল্লেখ্য, বিগত দুই বছরে টয়োটা উত্তরভারতে সেলস ও সার্ভিসের সুবিধাসম্পন্ন ২২টি নতুন কাস্টমার টাচপয়েন্ট খুলেছে। বর্তমানে ভারতে টিকেএম-এর প্রোডাক্ট লাইন-আপে অন্তর্ভুক্ত রয়েছে নতুন ইনোভা হাইক্রশ ও আর্বান ক্রুজার হাইরাইডার।