শিশুদের জন্য আসছে নয়া প্রকল্প

Estimated read time 1 min read

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার শিশুদের জন্যও পেনশন প্রকল্প কেন্দ্রীয় সরকারের। ন্যাশন্যাল পেনশন বাৎসল্য স্কিম বা NPS Vatsalya নামক এই প্রকল্প সামনে আসার পর চারদিকে সাড়া পড়ে গেছে।

পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভালপমেন্ট অথোরিটির এর অন্তর্গত এই স্কিম নাবালক সন্তানদের জন্য দীর্ঘমেয়াদী এই প্রকল্প। এই স্কিমে নাম নথিভুক্ত করলে ১৮ বছরের কম বয়সীরাও পাবেন রিটায়ারমেন্ট নম্বর প্রমাণ কার্ড।

NPS Vatsalya প্রকল্পে বছরে নূন্যতম ১০০০ টাকা করে জমা দিতে হবে বাবা-মাকে। এই প্রকল্পে প্রবেশ করার ৩ বছর পর থেকে তোলা যাবে ২৫% টাকা। ১৮ বছরের কম বয়সীদের জন্য খোলা যাবে এনপিএস বাৎসল্য স্কিম। সন্তানের বয়স ১৮ বছর পেরিয়ে গেলে সেই এনপিএস অ্যাকাউন্ট রেগুলার হয়ে যাবে।

You May Also Like

More From Author