নয়া প্রকল্প পড়ুয়াদের জন্য

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম তরুণের স্বপ্ন। এবার আরও একটি উদ্যোগ নেওয়া হল।

আগামী বছরের শুরু থেকেই সেই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু হতে চলেছে। উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। কলেজ পাশ করলেই এবার বাংলার পড়ুয়ারা ইন্টার্নশিপের সুযোগ পাবে বলে। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষা দফতরের উচ্চশিক্ষা সচিব বিনোদ কুমার বলেন, ‘খুব শীঘ্রই আমরা পশ্চিমবঙ্গের ছাত্র ইন্টার্নশিপ প্রকল্পের জন্য বিজ্ঞাপন দেব।

মন্ত্রিসভা ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের রূপরেখা তৈরি নিয়ে মুখ্যসচিব বৈঠকও করেছেন। যে সকল পড়ুয়াকে এই স্কিমের অধীন আনা হবে, তাঁদের প্রত্যেক মাসে ১০,০০০ টাকা করে দেওয়া হবে’।