প্রকাশ্যে ‘ফাটাফাটি’ ছবির নতুন পোস্টার

নববর্ষের প্রথম দিন প্রকাশ্যে এল ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর আগামী ছবি ‘ফাটাফাটি’র নতুন পোস্টার। মুখ্য ভূমিকায় ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। শুরু হল  নতুন বছর। ২০২৩ সাল যাতে আপনার ‘ফাটাফাটি’ কাটে সেই দায়িত্ব নিল ‘উইন্ডোজ’। ১ জানুয়ারি, প্রকাশ্যে এল তাঁদের নতুন ছবির নতুন পোস্টার। মার্চ মাসে মুক্তি পাবে ‘ফাটাফাটি’। 

এদিন ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “বছর শুরু হোক ‘ফাটাফাটি’ খবর দিয়ে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, উইনডোজ প্রযোজিত, অরিত্র মুখোপাধ্যায়ের ছবি ফাটাফাটি আসছে এই মার্চে! এ বছর আপনার মোটামুটি নয়, ফাটাফাটি কাটুক”। প্রসঙ্গত, গত বছর নারী দিবসে চমক দেয় ‘উইন্ডোজ প্রোডাকশন হাউস’-এর। বছর আড়াই আগে ২০২০ সালে আন্তর্জাতিক নারী দিবসেই মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। সেখানে মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী ।

বেশ সফল হয় ছবিটি। আর ২০২২ সালের নারী দিবসেও ফের একবার নারীকেন্দ্রিক ছবির ঘোষণা করে তারা। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নিবেদিত এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ফাটাফাটি’-এর ঘোষণা করা হয় সেদিন। এই ছবির হাত ধরে দ্বিতীয়বার জুটি বাঁধছেন দুই অভিনেতা ও প্রযোজনা সংস্থা। ঋতাভরীর সঙ্গে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ এবং আবিরের সঙ্গে ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ ছবির পর এই দ্বিতীয়বার উইন্ডোজ জুটি বাঁধছে।