সমস্ত রাজনৈতিক মহলের লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ ভোটের তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আসন্ন নির্বাচনের আগে নতুন পরিকল্পনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্যের বর্তমান সরকারের পক্ষ থেকে কৃষকদের বঞ্চনার অভিযোগে পূর্ব বর্ধমানে কৃষক মিছিল ও সমাবেশ করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পূর্ব বর্ধমানের বড় নীলপুর থেকে প্রথমে কৃষকদের নিয়ে মিছিল এবং তারপর সমাবেশের আয়োজন করেছে বিজেপির জেলা নেতৃত্ব। ফসলের ন্যায্য মূল্য না পাওয়া সহ কৃষক আত্মহত্যার ঘটনাকে হাতিয়ার করে এবার রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। বর্ধমানই শুধু নয়, আগামীদিনে রাজ্যের বিভিন্ন কৃষি প্রধান এলাকাতেও কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।
কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পূর্ব বর্ধমানে কৃষক মিছিল ও সমাবেশে অংশ নেবেন রাজ্যের নন্দীগ্রামের সাংসদ। এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তাই তার আগে সরকারকে চাপে রাখার পাশাপাশি কৃষক অস্ত্রে শান দিতে চাইছে পদ্ম শিবির বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।