আসছে অভিনেত্রী পায়েলের নতুন ছবি

বহুদিন বিরতি নেওয়ার পর আবারও পর্দায় এলেন অভিনেত্রী। ভিন্ন স্বাদ নিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী পায়েল সরকার। আসতে চলেছে পায়েল সরকার এবং সোহম চক্রবর্তীর অভিনীত নতুন ছবি। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন এই জুটি। ছবির নাম ‘জয়কালী কলকাত্তায়ালি’। ছবির পরিচালনায় রয়েছেন সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। প্রকাশিত হয়েছে ছবির পোস্টার। এটি একটি কমেডি থ্রিলার। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন যে তারকা যুগল তাদের চরিত্রের নাম যথাক্রমে রাকা এবং অনীশ। ছবিতে পায়েলকে দেখা যাবে একজন নাচের শিক্ষিকার চরিত্রে। চমক হিসেবে থাকছে নতুন এক জুটি; সোমরাজ ও সুস্মিতা। সোমরাজকে একাধিক ধারাবাহিকে দেখা গেলেও এটি তাঁর প্রথম ছবি। হাসির ছবি হবে আর কাঞ্চন মল্লিক থাকবে না তাই হয় নাকি! তাই এই ছবিতে বাড়তি পাওনা হিসেবে থাকছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। এছাড়াও থাকছেন সুদীপ মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, সুমিত সমাদ্দার প্রমুখ।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যের দায়িত্ব‌ও সামলাবেন পদ্মনাভ। সঙ্গীত পরিচালনা করছেন স্যাভি। তবে এই ছবির মধ্যে প্রেম, বন্ধুত্ব এবং সর্বোপরি জীবনযাপনের গল্প থাকছে। প্রাচীন মন্দিরের একটি কালী মূর্তি চুরির সঙ্গে জড়িত এই কাহিনী। সিআইডি দলের নেতৃত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং সঙ্গে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা রতিকে। বিশেষ চরিত্রে থাকছেন রিচা শর্মা।